Mullah Baradar (Photo Credit: Twitter)

কাবুল, ১৫ সেপ্টেম্বর: খোঁজ মিলছে না তালিবানের প্রথম সারির নেতা আবদুল গনি বরাদরের৷ এমনকী মোল্লা বরাদর নিহত হয়েছেন বলেও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়৷ যে দাবি কার্যত নস্যাৎ করে দেওয়া হয় তালিবানের তরফে৷

তালিবান (Taliban) মুখপাত্র মহম্মদ নঈম একটি ভিডিয়ো প্রকাশ করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে৷ যেখানে তিনি বরাদরের অডিয়ো বার্তা শেয়ার করা হয়৷ বরাদর নিহত বা আহত হননি৷ তিনি সুস্থ আছেন বলে দাবি করা হয়৷ তালিবানের ওই দাবির পর বিবিসির তরফে একটি রিপোর্ট প্রকাশ্যে আসে৷ যেখানে বিবিসির তরফে দাবি করা হয় কাবুলে (Kabul) প্রেসিডেন্ট প্যালেসে নিজেদের মধ্যে সম্প্রতি অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তালিব নেতারা৷ প্রেসিডেন্ট প্যালেসে তালিব নেতাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব হয়, তারপর থেকেই নিখোঁজ আবদুল গনি বরাদর (Mullah Abdul Ghani Baradar)৷

বিবিসির খবর অনুযায়ী, কাবুলে প্রেসিডেন্ট প্যালেসে হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল-উর-রহমান হাক্কানির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মোল্লা আবদুল গনি বরাদর৷ ওই সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য় বিনিময় চলতে শুরু করে৷ ওই ঘটনার পর থেকেই আবদুল গনি বরাদরের খোঁজ মিলছে না৷

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানে পোক্ত ঘাঁটি তৈরি করে আমেরিকায় হামলার ছক আল কায়দার? আশঙ্কা গোয়েন্দাদের

আফগানিস্তানে (Afghanistan) যেভাবে নতুন সরকার গঠন হয়েছে, তাতে না-খুশ মোল্লা আবদুল গনি বরাদর (বর্তমানে তালিবান সরকারের প্রধানের সহকারী পদে নিযুক্ত আবদুল গনি বরাদর)৷  আফগানিস্তানে ক্ষমতা দখলের পিছনে কাদের অবদান বেশি, তা নিয়ে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয় তালিব নেতাদের মধ্যে৷ যা নতুন সরকার গঠনের পর আরও বড় রূপ নেয়৷ তার জেরেই প্রেসিডেন্ট প্যালেসের মধ্যে বরাদর এবং খলিল হাক্কানি বিবাদে জড়িয়ে পড়েন৷

এরপরই মোল্লা আবদুল গনি বরাদর নিখোঁজ হয়ে যান৷ তার নিখোঁজের পিছনে হাক্কানি নেটওয়ার্ক (Haqqani Naetwork) রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ জানা যায়, তালিবান প্রধান হায়বাতুল্লা আখুন্দাজার সঙ্গে বৈঠকের পর কন্দহরও ছাড়েন মোল্লা আবদুল গনি বরাদর৷

প্রসঙ্গত, কাতারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তালিবানের যে শান্তি চুক্তি হয়, সেখানে ছিলেন মোল্লা আবদুল গনি বরাদর৷