কাবুল, ৩ অক্টোবর: বিদেশি মুদ্রা নিষিদ্ধ করল তালিবান (Taliban)। আফগানিস্তানে (Afghanistan) কোনও ধরনের বিদেশি মুদ্রার ব্যবহার বন্ধ করে দিল তালিবান সরকার। সরকারের নির্দেশ অমান্য করে কেউ বিদেশি মুদ্রা ব্যবহার করলে, তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। আল জাজিরার রিপোর্টের তরফে সামনে আসছে এমন খবর।
তালিবান আফগানিস্তান দখলের পর, সে দেশের অর্থনীতি কার্যত তলানিতে। যা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। এসবের মধ্যেই এবার বিদেশি মুদ্রা ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয় সে দেশের সরকারের তরফে। দোকান, বাজার, অফিস কোথাও বিদেশি মুদ্রা ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Salman Khan: সলমনের সঙ্গে বিশেষ বান্ধবী ইউলিয়া, ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশ
তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের তরফে সাংবাদিক সম্মেলন করে এই খবর জানানো হয়েছে।