Salman Khan: সলমনের সঙ্গে বিশেষ বান্ধবী ইউলিয়া, ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশ
Salman-Khan, Iulia-Vantur (Photo Credit: Yogen Shah)

মুম্বই, ৩ নভেম্বর: বান্ধবী ইউলিয়া ভন্তুরের ( Iulia Vantur ) সঙ্গে দেখা গেল সলমন খানকে (Salman Khan)। বলিউডের (Bollywood) অন্যতম প্রযোজক রমেশ তুরানির দীপাবলি পার্টিতে ইউলিয়ার সঙ্গে হাজির হন সলমন খান। দুজনকেই কালো রঙের পোশাকে দেখা যায়। সলমন এবং ইউলিয়াকে একসঙ্গে দেখার সঙ্গে সঙ্গে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।

দেখুন সলমন খান এবং ইউলিয়ার সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি আয়ূষ শর্মার জন্মদিনের পার্টিতে সলমন খান এবং ইউলিয়া ভন্তুরকে একসঙ্গে দেখা যায়। সেখানেও পাপারাৎজির সামনে পড়েন তাঁরা। তবে দুজনকেই পৃথক পৃথকভাবে ক্যামেরার সামনে আসতে দেখা যায়।

আরও পড়ুন: Virat Kohli: 'ভালবাসার কেউ নেই, ওঁদের হৃদয় ঘৃণায় ভরা', বিরাটকে মনের জোর যোগালেন রাহুল গান্ধী

আয়ূষ শর্মার জন্মদিনের পার্টিতে রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা সহ একাধিক টিভি তারকাকে দেখা যায়। আয়ূষ শর্মার জন্মদিনের পার্টিতে জনপ্রিয় টেলি তারকা সাব্বির আলুওয়ালিয়াকেও দেখা যায়।