Syria ( File Photo) (Image Credit: X)

দিল্লি, ৯ ডিসেম্বর: সিরিয়া (Syria) ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন বাশার-আল-আসাদ (Bashar Al-Assad)। আপাতত মস্কোয় (Moscow) রাজনৈতিক বন্দি হিসেবে স্ব-পরিবারে আশ্রয় নিয়েছেন আসাদ। সিরিয়া ছেড়ে আসার পালাতেই তার দখল নেয় বিদ্রোহীরা। বাশার দেশ ছাড়তেই দামাস্কাস (Damascus) থেকে বহু দূরে যে জেল রয়েছে, সেখান থেকে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার কাজ শুরু হয়েছে। সেনার পাহারায় থাকা ওই জেলে প্রায় ১ হাজার বন্দি রয়েছে। তাদের মুক্তি দেওয়ার কাজ জঙ্গি নেতা জোলানির নির্দেশে শুরু হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Syria: সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাশার, জঙ্গিদের হাতে দামাস্কাসের দখল যেতেই জরুরি বৈঠক রাষ্ট্রসংঘের

এদিকে বাশার দেশ ছাড়তেই ইজরায়েল (Israel) হামলা শুরু করেছে দামাস্কাসে। আকাশ পথে ওই হামলা শুরু করে ইজরায়েল। দক্ষিণ সিরিয়ার একাধিক জায়গায় রবিবার থেকে হামলা শুরু করেছে ইজরায়েল। রবিবার থেকে দক্ষিণ সিরিয়ার একাধিক স্থানে ইজরায়েল আকাশ পথে বোমা ফেলতে শুরু করেছে বলে খবর। সেনা ঘাঁটির পাশাপাশি দামাস্কাসে যে গবেষণা ক্ষেত্রগুলি রয়েছে, সেখানেও বোমা ফেলা শুরু হয়েছে বলে খবর।