দামাস্কাস দখল করেছে বিদ্রোহীরা। সিরিয়া (Syria) ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ (Bashar Al-Assad)। বিদ্রোহীরা দামাস্কাস দখলের পর মস্কোয় আশ্রয় নিয়েছেন বাশার। সিরিয়ার প্রেসিডেন্টকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে মস্কোর তরফে। সূত্রের তরফে এমন খবর মিলতে শুরু করেছে। যা প্রকাশ্যে আসতেই সিরিয়ায় বিদ্রোহীরা উৎফুল্ল হয়ে ওঠে। অন্যদিকে মানবিকতার স্বার্থেই বাশারকে রাজনৈতিক আশ্রয় রাশিয়া দিয়েছে। এমনই জানানো হয় ক্রেমলিনের তরফে। তবে সিরিয়ার পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে, সে বিষয়ে জরুরি বৈঠক ডাকা হয় রাষ্ট্রসংঘের তরফে। সোমবারই রাষ্ট্রসংঘের (UN) তরফে ওই জরুরি বৈঠকে বসা হবে বলে জানা যাচ্ছে। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সোমবারই রাষ্ট্রসংঘের তরফে সিরিয়া নিয়ে অত্যন্ত গোপণে ওই জরুরি বৈঠক বসবে।
দেখুন সিরিয়া ছেড়ে বাশার স্ব-পরিবারে পালানোর পর সেখানকার কী অবস্থা...
BREAKING: Arab migrants are shooting fireworks at Churches in Paris following the Caliphates success in Syria.
Pray for Europe. pic.twitter.com/FRFumZkfYo
— Inevitable West (@Inevitablewest) December 8, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)