Israel Attacks Damascus, Syria (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৬ জুলাই: বুধবার থেকে সিরিয়ায় (Syria) হামলা শুরু করল ইজরায়েল (Israel)। সিরিয়ার রাজধানী দামাস্কাসে (Damascus) হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা। সিরিয়ার যে ড্রুজ় সম্প্রদায় রয়েছে, তাঁদের নিশানা করেই ইজরায়েল বোমা ছুঁড়তে শুরু করে। সেই সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের যে সদর দফতর রয়েছে,  সেই ভবন লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ইজরায়েলের বোমাবর্ষণে ভেঙে পড়তে শুরু করে দামাস্কাসের একের পর এক বাড়ি। বহুতলগুলিও মুড়ি, মুরকির মত ভেঙে পড়তে শুরু করে ইজরায়েলি হামলার মুখে পড়ে। ইজরায়েল যেভাবে বোমা বর্ষণ শুরু করে বুধবার, তা দেখে অবাক হয়ে যান অনেকেই।

পাশাপাশি সিরিয়া গোলান (Golan) হাইটস থেকে নিজেদের আধিপত্য সরিয়ে নেওয়ার পরও কেন ইজরায়েলের এই হামলা, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে আন্তর্জাতিক বিশ্বের একাংশ।

তবে ড্রুজ সেনা যতক্ষণ না পর্যন্ত দামাস্কাস থেকে সরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই হামলা থামবে না বলেও ইজরায়েলের তরফে দেওয়া হয় সরাসরি হুমকি। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর তরফে জানানো হয়, দামাস্কাসে ড্রুজ়ের যে বিভিন্ন বাহিনী রয়েছে, তারা যতক্ষণ না পর্যন্ত সিরিয়া ছাড়ছে, ততক্ষণ হামলা বন্ধ হবে না। ড্রুজ়ের সশস্ত্র বাহিনীগুলিকে নিরস্ত্র করে তবেই এই হামলা বন্ধ করা হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে ইজরায়েলের তরফে।

আরও পড়ুন: Israel Attacks Syria: গাজ়া, ইরানের পর সিরিয়া, ইজরায়েলের বোমার আঘাতে খেলনার মত ভেঙে পড়ছে দামাস্কাসের বাড়িঘর, দেখুন ভিডিয়ো

দেখুন কীভাবে বৃষ্টির মত বোমা  ইজরায়েল ফেলছে দামাস্কাসে...

 

ড্রুজ় বাহিনীকে নিরস্ত্র করতে  মুড়ি মুরকির মত বোমা ফেলতে শুরু করে ইজরায়েল...

 

সিরিয়ায় যেভাবে হামলা শুরু করে ইজরায়ল, তা ফের ভয় ধরাতে শুরু করে মানুষের মনে...

 

সিরিয়া সরকার যদি ড্রুজ়ের সশস্ত্র বাহিনীকে দামাস্কাস থেকে না সরায় কিংবা ইজরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ না করে, তাহলে তার পরিণতি ভুগতে হবে। ড্রুজ়ের সশস্ত্র বাহিনীগুলির নিরস্ত্রকরণ না করে, ইজরায়েল কখনও ময়দান ছাড়বে না।  দামাস্কাসে হামলা বন্ধ করবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।