দিল্লি, ১৬ জুলাই: সিরিয়ায় (Syria) হামলা শুরু করল ইজরায়েল (Israel)। সিরিয়ার রাজধানী দামাস্কাসে (Damascus) বুধবার থেকে হামলা শুরু করে ইজরায়েল। সিরিয়ার রাজধানী দামাস্কাসে যেভাবে হামলা চালায় ইজরায়েল (IDF), তার একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে। যেখানে মানুষ ভয়ে পালাতে শুরু করেন। ইজরায়েলের হামলার জেরে দামাস্কাসে পরপর ১৮ জন আহত হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে ইজরায়েলি বোমার আঘাতে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনই জানানো হয় হামলার অব্যাবহতি পর।
সিরিয়ার সেনা বাহিনীর যে শিবির রয়েছে দামাস্কাসে, সেখানেই বুধবার ইজরায়েল হামলা চালায়। সিরিয়ার সেনা বাহিনীর যে সদর দফতর রয়েছে, সেখানেই বুধবার হামলা চালানো হয় ইজরায়েলি বাহিনীর তরফে। সিরিয়ার যে ড্রুজ় সম্প্রদায় রয়েছে, তাঁদের উপরই ইজরায়েলি বাহিনী হামলা চালাতে শুরু করেছে। ড্রুজ় সম্প্রদায়ের মানুষকে নিশানা করেই ইজরায়েলি সেনার হামলা চলছে বলে খবর।
বুধবার দামাস্কাসে যেভাবে হামলা চালায় ইজরায়েল, তার জেরে বহু বহুতল ভেঙে পড়তে শুরু করে। একের পর এক বিস্ফোরণে উড়ে যেতে শুরু করে বহু বাড়ি। বর্তমানে গোলান ছেড়ে দিয়েছে সিরিয়া। গোলানের আধিপত্য থেকে সিরিয়া নিজেকে সরিয়ে নিয়েছে। তারপরও ইজরায়েল দামাস্কাসে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। যে ঘটনায় গোটা বিশ্ব জুড়ে ফের চাঞ্চল্য ছড়ায়।
সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও যে উদ্বিগ্ন, তা প্রকাশ করে নিজেদের বক্তব্যের জেরে। আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানান, ইজরায়েলের এই হামলায়, আমেরিকা বিশেষভাবে উদ্বিগ্ন। ইজরায়েলের এই হামলার খবর তাঁদের কাছে কোনওভাবে ছিল না বলেও জানান মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও।
দেখুন ইজরায়েলি হামলার জেরে কীভাবে ভেঙে পড়তে শুরু করেছে দামাস্কাসের একাধিক বাড়িঘর...
ISRAELI BOMBING OF SYRIA:
Tel Aviv is now striking the heart of Damascus — not just military targets in Suwayda.
Syria gave up the Golan. They gave everything.
But Israel still bombs them. pic.twitter.com/MO91EdV2t8
— RussiaNews (@mog_russEN) July 16, 2025
দামাস্কাসের সোয়েইদা অঞ্তল বর্তমানে ড্রুজ় সম্প্রদায়ের অধীনে। সেই ড্রুজ় সম্প্রদায়ের উপরই এবার থেকে হামলা চালাতে শুরু করেছে ইজরায়েলি বাহিনী। যার জেরে গোটা সিরিয়া জুড়ে ফের নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।
দামাস্কাসে হামলার একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে....
Close up moment DEAFENING Israeli strike hits Damascus
People run for cover in panic
1 person killed and 18 more injured, according to Syrian Ministry of Health https://t.co/m26VVJKtDl pic.twitter.com/GMq56pUqBu
— RT (@RT_com) July 16, 2025