দিল্লি, ১৬ জুলাই: সিরিয়ায় (Syria) ফের বোমা ফেলতে শুরু করেছে ইজরায়েল। এবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে (Damascus) বোমা ফেলতে শুরু করে আইডিএফ। সিরিয়ার দামাস্কাসের দক্ষিণের শহর সুয়েইদাতে হঠাৎ করে হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বাহিনী। ফলে দামাস্কাসের বিভিন্ন জায়গায় বোমা পড়তে শুরু করে। দামাস্কাসে যখন ইজরায়েলি (Israel) বাহিনী বোমা ফেলতে শুরু করে, সেই সময় ভয়ে সেখান থেকে পালিয়ে যান এক সঞ্চালিকা। নিউজ় রুমের খুব কাছেই যখন ইজরায়েলি বোমা পড়তে শুরু করে, সেই সময় তার গর্জনে যেন নিউজ়রুম ফেটে যেতে শুরু করে। আর তখনই সজোরে চিৎকার করে নিউজ়রুম থেকে ওই সঞ্চালিকাকে পালিয়ে যেতে দেখা যায়। দামাস্কাসে যখন মুহূর্মুহূ বোমা পড়ছে, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়।
সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করে ইজরায়েল। ইরান এবং ইজরায়েলের যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য যখন নতুন করে উত্তপ্ত হতে শুরু করে, সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায় মাঠে নামতে। এরপর খানিকটা ট্রাম্পের মধ্যস্থতাতেই ইরান এবং ইজরায়েল সংঘর্ষ বিরতি ঘোষণা করে।
প্রসঙ্গত ইজরায়েল যখন ইরানে হামলা চালায়, সেই সময় তেহরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে বোমা ফেলতে শুরু করে আমেরিকাও। যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আমেরিকার বিরুদ্ধে বদলা নিতে এরপর কাতারে মার্কিন সেনার ক্যাম্পে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তেহরান। যা নিয়ে পরিস্থিতি আরও গভীর হয়ে উঠলে শেষে যুদ্ধ বিরতির জন্য দুই দেশের উপর চাপ প্রয়োগ করে আমেরিকা। ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণার পর এবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে বোমা ফেলছে ইজরায়েল নতুন করে।
দেখুন দামাস্কাসে বোমা পড়তে শুরু করলে, সংবাদ সঞ্চালিকা কীভাবে ভয়ে সেখান থেকে পালিয়ে যান...
NOW - Israel bombs the Syrian capital of Damascus.pic.twitter.com/c4IaHpbe1Q
— Disclose.tv (@disclosetv) July 16, 2025