Hamas Terrorist Eliminated (Photo Credit: X)

দিল্লি, ১৪ জুলাই: হামাসের (Hamas) আরও এক কুখ্যাত জঙ্গিকে খতম করল ইজরায়েল (Israel)। এবার আইডিএফ (IDF) এবং আইএসএ একযোগে হামাসের ওই কুখ্যাত জঙ্গি মহম্মদ নাসার আল কুনেইতাকে (Muhammad Nasr Ali Quneita) খতম করে। হামাসের আল ফুরকান ব্যাটেলিয়নের সদস্য ছিল মহম্মদ নাসার আল নামের ওই জঙ্গি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গিরা। ওই সময় ১৪০০ নীরিহ মানুষকে যেমন খুন করা হয়, তেমনি অপহরণ করা হয় আরও প্রায় ২৫০ জনকে। হামাস জঙ্গিদের ওই দলেই ছিল মহম্মদ নাসার আল। অনেক খুঁজেও ইজরায়েল এতদিন পর্যন্ত তার নাগাল পায়নি। এবার ১৯ জুন থেকে গাজ়ায় আটকে পড়া মহম্মদ নাসার আলকে খুঁজে বের করে, তাকে নিকেশ করল আইডিএফ। মহম্মদ নাসার আল কুনেইতাকে যেভাবে খতম করে আইডিএফ, তাকে বড় সাফল্য বলেই মনে করছে ইজরায়েল।

আরও পড়ুন: Israeli Killed 51 In Gaza: ইরানে হামলার মাঝে গাজ়ায় নিঃশব্দে হামলা ইজরায়েলের, আইডিএফ মারল ৫১ জনকে

হামাসের কুখ্যাত জঙ্গিকে নিকেষ করল ইজরায়েল...

 

এদিকে হামাস জঙ্গিদের নিকেশের নামে ইজরায়েল যেভাবে গাজ়ায় ধ্বংসলীলা শুরু করেছে, তার বিরুদ্ধে গর্জে উঠতে শুরু করে বিশ্বের বহু দেশ। তবে ইজরায়েল কারও কথাতেই কান দেয়নি। হামাস জঙ্গিদের গোড়া থেকে উৎখাত করতে আইডিএফ বিভিন্ন সময় বিভিন্নভাবে গাজ়ায় হামলা চালাতে শুরু করে। যার জেরে গাজ়া যেমন ধ্বংসক্ষেত্রে  পরিণত হয়, তেমনি বহু সাধারণ মানুষের মৃত্যুও হতে শুরু করে নির্বিচারে।

গাজ়ায় হামাস জঙ্গিদের খতমের মাঝে হাউথি এবং হেজবুল্লা জঙ্গিদের খতম করতেও মাঠে নামে ইজরায়েল। যার জেরে লেবানন সীমান্তেও চালায় আইডিএফ।