দিল্লি, ২৫ জুন: ইজরায়েলের (Israel-Iran War) সঙ্গে ইরানের যুদ্ধ বিরতি নিয়ে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইরান এবং ইজরায়েলের যুদ্ধ বিরতির বিষয়ে মাঠে নেমেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইজরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় নিঃশব্দে গাজ়ায় (Gaza) হত্যালীলা চালিয়েই যাচ্ছে। ইরানে বোমা ফেলার পাশাপাশি ইজরায়েল গাজ়ায় নিঃশব্দে একের পর এক মানুষ মারছে। গাজ়ায় মানুষ মারা থেকে বিরত হয়নি আইডিএফ। রিপোর্টে প্রকাশ, ইরানের হামলার পাশাপাশি গাজ়ায় ঢুকে ইজরায়েল ৫১ জনকে হত্যা করেছে। যা নিয়ে এই মুহূর্তে গাজ়ায় মৃতের সংখ্যা ৫৬ হাজার পার করে গিয়েছে। আহত প্রায় দেড় লক্ষ। গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেও হামাস নিধনের নামে গাজ়ার নীরিহ মানুষদের হত্যা করেই যাচ্ছে আইডিএফ (IDF)।
২০২৩ সালের ৭ অক্টোবরে ইজরায়েলে ঢুকে ১৪০০ মানুষকে খুন করে হামাস (Hamas)। সেই সঙ্গে আরও ২০০ মানুষকে অপহরণ করা হয়। হামাসের হামলার একদিন পর থেকেই গাজ়ায় পালটা হামলা শুরু করে ইজরায়েল। হামাসকে কোনওভাবে ছাড়া হবে না বলে জানানো হয় আইডিএফের তরফে। সেই থেকে এখনও পর্যন্ত গাজ়ায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল। আইডিএফের হামলায় বলি হচ্ছেন একের পর এক নীরিহ মানুষজন।
তবে গাজ়ায় যে হামাস প্রধান ছিল ইয়াহা শিনওয়ার এবং তার ভাই মহম্মদ শিনওয়ারকে খতম করা হয়েছে বলে জানানো হয় ইজরায়েলের তরফে।