দিল্লি, ২৬ এপ্রিল: সুদানের (Sudan) পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ফলে সুদান থেকে তড়িঘড়ি ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হয়েছে অপারেশন কাবেরী। গৃহযুদ্ধপীড়িত সুদানে যাতে কোনও ভারতীয় আটকে না থাকেন,তার জন্য শুরু হয়েছে অপারেশন কাবেরী। যেখানে সুদানে আটক ভারতীয়দের আইএনএস সুমেধা এবং সেনার যুদ্ধ বিমানে করে দেশে ফেরানোর কাজ চলছে। অপারেশন কাবেরী যখন শুরু হয়, সেই সময় দেখা গেল একেবারে অন্যরকম ছবি। যেখানে বায়ুসেনার এক অফিসারকে দেখা যায় সুদানে আটক এক ভারতীয় (Indian) ছোট্ট শিশুকে কোলে নিয়ে নিরাপদ আশ্রয় দিতে।
আরও পড়ুন: Sudan Fighting: সুদানে 'জৈব যুদ্ধ' শুরু হবে না তো? প্রমাদ গুনছে WHO
সুদান থেকে বায়ুসেনার বিমান যখন সৌদি আরবের জেড্ডায় এসে হাজির হয়, সেই সময় ওই বায়ুসেনার আধিকারিককে দেখা ছোট্ট শিশুকে কোলে নিতে। সুদান থেকে ভারতীয়দের ফেরাতে বায়ুসেনার একাধিক যুদ্ধ বিমান এবং জাহাজ মোতায়েন করা হয়েছে বলে খবর।