সেনা এবং আধাসেনার সংঘর্ষে গৃহযুদ্ধ শুরু হয়েছে সুদানে (Sudan)। সেনা এবং আধাসেনার বিবাদের জেরে যখন সুদানের পরিস্থিতি উত্তপ্ত, সেই সময় আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর কথায়, সুদানে সেনা এবং আদাসেনার সংঘর্ষের মাঝে সে দেশের একটি গুরুত্বপূর্ণ গবেষণাগারের দখল নেওয়া হয়েছে। সুদানে সংঘর্ষকারীরা যে গবেষণাগারের দখল নিয়েছে, সেখানে পোলিও, হামে মত একাধিক টিকা সংরক্ষিত। যা অত্যন্ত বিপদজ্জনক। সুদানে যেভাবে জোর করে গবেষণাগারের দখল নেওয়া হয়েছে, তা নিয়ে চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
#UPDATE The World Health Organization warned Tuesday that fighters in conflict-ravaged Sudan had occupied a central public laboratory holding samples of diseases including polio and measles, creating an "extremely, extremely dangerous" situation. pic.twitter.com/yyNbcTMTbq
— AFP News Agency (@AFP) April 25, 2023
সুদান থেকে প্রাণ হাতে পালাচ্ছেন সাধারণ মানুষ...