বিমান দুর্ঘটনায় প্রাণ হারালে ৯ জন।ঘটনাটি ঘটেছে পোর্ট সুদান এয়ারপোর্টে।এমনটাই জানিয়েছে সুদান সেনা। সুদান সেনার পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটিজনিত সমস্যার কারণে ওড়ার সময় একটি অ্যান্টোনভ বিমান ভেঙে পড়েছে।
বিমানটিতে মোট ৯ জন সদস্যের মৃত্যু হয়েছে যার মধ্যে ৪ জন সেনার লোক ছিল বলে জানা গেছে। ঘটনাচক্রে একটি মেয়ে বেঁচে গেছে বলে জানা গেছে।
সুদানে এখন গৃহযুদ্ধ চলছে সেনার দুপক্ষের মধ্যে। যুদ্ধের পরিস্থিতির কারণে বিশৃঙ্খল পরিস্থিতি দেশটিতে। গতকালই একটি আবাসন বিল্ডিংয়ে রকেট হামলার জেরে বেশ কিছু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে।
মাঝখানে এই রক্ষক্ষয়ী সংঘর্ষ রুখতে ব্যবস্থা নেওয়া হলেও তার কোন সুরাহা এখনও পর্যন্ত হয়নি। এই মূহূর্তে পানীয় জল, খাবারের সংকটে সাধারণ মানুষ। প্রাণের ভয়ে অনেকেই সীমান্তের দিকে যাত্রা দিয়েছেন দেশ ছাড়ার উদ্দেশ্যে।
At least nine people were killed in a civilian plane crash at Port Sudan airport in the country's eastern #RedSea State, the Sudanese Armed Forces said.
The evening crash of an Antonov plane at the airport was due to "a technical fault during take-off," the office of the… pic.twitter.com/VrueTrqXVV
— IANS (@ians_india) July 24, 2023