Shah Rukh Khan (Photo Credits: X)

চলতি মাসেই সুপারস্টার শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রাণনাশের হুমকি দিয়েছিলেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। এই ঘটনার তদন্তে নেমে ১২ নভেম্বর রায়পুরের এক আইনজীবীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ধৃত ফয়জন খানের সঙ্গে উদ্ধার হয়ছিল দুটি মোবাইল ফোন। সেগুলি ফরেন্সিকে পাঠানো হলে সেই রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, দ্বিতীয় ফোন খতিয়ে দেখে উদ্ধার হয়েছে একাধিক শাহরুখ খানের ভিডিয়ো। মূলত, অনলাইনে শাহরুখের ভিডিয়ো যেগুলি প্রকাশ্যে আসত, সেগুলির মাধ্যমে তাঁর গতিবিধির ওপর নজর রাখছিল ফয়জল।

বৃহস্পতিবার তাঁকে হেফাজতে নেওয়ার জন্য কোর্টে পেশ করা হয়। সেখানেই আদালত তাঁকে ১৪ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশসূত্রের খবর, এই ১৪ দিনের হেফাজতে খাকলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত, গত ৭ নভেম্বর বান্দ্রা পুলিশ স্টেশনের ল্যান্ডলাইনে শাহরুখের নামে হুমকি ফোন আসে। এমনকী ৫০ হাজার টাকা দাবিও করেছিল আইনজীবী ফয়জন খান।