নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) মুকুটে ফের নয়া পালক। ডমিনিকার(Dominica) পর মোদীর হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিল গায়ানা(Guyana)। এ বার মোদীকে ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’ সম্মানে ভূষিত করল দক্ষিণ আমেরিকার এই দেশ। বুধবার, এই ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স(The Order Of Excellence)’ সম্মানটি মোদীর হাতে তুলে দেন গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলি। গায়ানার জর্জটাউনে মোদীর হাতে ওঠে এই বিশেষ পুরস্কার। গায়ানার সর্বোচ্চ সম্মান পেয়ে এক কথায় আপ্লুত মোদী। এদিন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, "গায়ানার সর্বোচ্চ সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য বন্ধু ইরফান আলিকে অসংখ্য ধন্যবাদ। এই সম্মান শুধু আমার একার নয়। এটা ১৪০ কোটি ভারতীয়র প্রাপ্য। ভারত এবং গায়ানার অভ্যন্তরীণ বন্ধন এভাবেই দৃঢ় হোক। দুই দেশের ইতিহাস প্রমাণ করে যে কীভাবে তারা ঐতিহ্য এবং বিশ্বাসের বন্ধনে বারেবারে মিশে গিয়েছে।" প্রসঙ্গত, বর্তমানে ত্রিদেশীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৬ নভেম্বর পাঁচ দিনের বিদেশ সফরের উদ্দ্যেশে দেশ ছেড়েছিলেন। এই ত্রিদেশীয় সফরে মোদীর প্রথম গন্তব্য ছিল নাইজেরিয়া। সেখান থেকে গ২০ সম্মেলনে যোগ দিতে উড়ে যান ব্রাজিল। সব শেষে দেশে ফেরার আগে পৌঁছেছেন গায়ানায়। প্রায় ৫০ বছরের বেশি সময় পর গায়ানায় পা দিলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। মোদীকে পেয়ে আপ্লুত গায়ানা।
মোদীর মুকুটে ফের নয়া পালক, ডমিনিকার পর মোদীকে বিশেষ সম্মান গায়ানার
#WATCH | Georgetown, Guyana: President of Guyana Dr Irfaan Ali confers the Order of Excellence, the country's highest civilian honour, on PM Narendra Modi.
(Video: ANI/DD News) pic.twitter.com/0Hl1LF0HFa
— ANI (@ANI) November 21, 2024
বিশেষ সম্মান পেয়ে কী বলছেন মোদী?
#WATCH | Georgetown, Guyana: Prime Minister Narendra Modi says, "... I express my heartfelt gratitude to my friend President Irfaan Ali for conferring me with Guyana's highest award... This honour does not only belong to me but also to 1.4 billion Indians. This is living proof of… pic.twitter.com/inOea1mYuv
— ANI (@ANI) November 21, 2024