নয়াদিল্লিঃ আগেই স্থির ছিল। অবশেষে তার বাস্তবায়ন হল। ডমিনিকার সর্বোচ্চ জাতীয় সম্মান উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে(PM Narendra Modi)। গায়ানার(Guyana) জর্জটাউনে এই বিশেষ পুরস্কারটি মোদীর হাতে তুলে দেন ডমিনিকার(Dominica) প্রেসিডেন্ট সিলভানি বার্টন। করোনা পরিস্থিতিতে ডমিনিকার পার্বত্য অঞ্চলে সাহায্যের জন্য মোদীকে এই স্বীকৃতি দিতে চেয়েছিল ডমিনিকা। এ বার এই সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়ে আপ্লুত মোদী। এদিন পুরস্কারটি গ্রহণ করে তিনি বলেন, "এই সম্মান শুধু আমার একার নয়। এই সম্মানের ভাগীদার ১৪০ কোটি ভারতীয়। তাঁদের চেষ্টা, তাঁদের ঐতিহ্য এই সম্মান এনে দিয়েছে। আমরা দু'টি দেশ তবে আমাদের লক্ষ্য এক। আমরা নারীশক্তির উন্নতিতে একসঙ্গে কাজ করে চলেছি। কোভিড১৯ এর মতো দুঃসময়ে ডমিনিকার পাশে থাকতে পেরে সত্যিই ভাল লাগছে। এই সাহায্যের হাত বাড়াতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে।" প্রসঙ্গত, কোভিড ১৯ এর সময় ডমিনিকার পাশে দাঁড়িয়েছিল ভারত। সেই সময় ডমিনিকাকে ওষুধ এবং ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল কেন্দ্রীয় সরকার। ২০২১-এর ফেব্রুয়ারি মাসে ডমিনিকাকে ৭০,০০০ ডোজ় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভারতের তরফে। ভারতের সেই সাহায্য ভোলেনি ডমিনিকা। তারই স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার তুলে দেওয়া হয় মোদীর হাতে।
ডমিনিকার সর্বোচ্চ সম্মান উঠল মোদীর হাতে
Dominica awards PM Modi its highest honour
Read @ANI Story |https://t.co/ImVyx3DS19
#PMModi #DominicaAwardofHonour #SylvanieBurton pic.twitter.com/29OpVBntb6
— ANI Digital (@ani_digital) November 21, 2024