কলম্বো, ১৩ জুলাই: শেষ পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী (Srilankan Prime Minister) রনিল বিক্রমসিংহের অফিস দখল করল বিক্ষোভকারীরা। বুধবার দুপুরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের অফিস দখল করে, সেখানে জাতীয় পতাকা ওড়াতে শুরু করা হয় বিক্ষোভকারীদের তরফে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিস দখল করে, সেখানে মানুষ ঢুকে পড়তে শুরু করেন। প্রসঙ্গত প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালানোর পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকেও ইস্তফা দিতে হবে বলে দাবি জানাতে শুরু করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমন করতে পুলিশ এবং সেনা বাহিনী নামানো হলেও, তাতে কোনও কাজ হয়নি শেষ পর্যন্ত।
#WATCH Srilankan Prime Minister's Office taken over by protesters in Colombo pic.twitter.com/kZQ9QxbXPA
— ANI (@ANI) July 13, 2022
বুধবার সময় যত গড়াতে থাকে, বিক্ষোভের আঁচও তত বাড়ে। শেষ পর্যন্ত বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিস দখল করে সেখানে সাধারণ মানুষ ঢুকে পড়তে শুরু করেন হু হু করে।
#WATCH | Sri Lanka: Inside visuals from the premises of Sri Lanka's Prime Minister's office in Colombo after it was stormed by protestors pic.twitter.com/nEoc9zsoBk
— ANI (@ANI) July 13, 2022
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের তরফে কোনও মন্তব্য করা হয়নি।