কলম্বো, ১৩ জুলাই: এবার শ্রীলঙ্কার (Sri Lanka) প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগের দাবিতে উত্তাল কলম্বো। প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa) দেশ ছেড়ে পালানোর পরই প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাসভাবনের কাছে জড়ো হতে শুরু করেন বহু মানুষ। এরপরই পুলিশ গোটা এলাকা ঘিরে ধরে। উত্তেজিত জনতা যাতে কোনওভাবে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে না পারে, তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
#WATCH | Sri Lanka: Hundreds of furious protestors enter the premises of the Sri Lankan PM's residence in Colombo as they breach the security deployment amid tear-gas shelling pic.twitter.com/CjMnuHgUjc
— ANI (@ANI) July 13, 2022
শ্রীলঙ্কার বিদেশ দফতরের এক প্রাক্তন আধিকারিক বলেন, প্রেসিডেন্ট ইস্তফা দিলে, প্রধানমন্ত্রী সেই জায়গা নেন। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট ইস্তফা দিলে প্রধানমন্ত্রীই তখন কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে দেশ সামলান। সেই কারণে গোতবয়ার পর এবার রনিল বিক্রমসিংহেও যাতে ইস্তফা দেন, সেই দাবি জানাতে শুরু করেছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: Sri Lanka: গোতবয়া পালানোর পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগের দাবি, উত্তাল শ্রীলঙ্কা
ফলে পুলিশের পাশাপাশি সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানী জুড়ে। বিশেষ করে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাসভবনের পাশে।