গত বছর জুনে মাঙ্কি পক্সে (Monkey Pox) আক্রান্ত এক দক্ষিণ কোরিয়ান ব্যক্তি। বিদেশ থেকে ঘুরে দেশে ফিরেই তাঁর মাঙ্কি পক্স ধরা পড়ে। সেটাই ছিল কোনও কোরিয়ানের মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার প্রথম কেস। তারপর দক্ষিণ কোরিয়ায় বিদেশ ফেরত আরও চার জনের মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছিল। এবার দক্ষিণ কোরিয়ায় মাঙ্কিপক্সে এই প্রথম স্থানীয়ভাবে সংক্রমিত হলেন কেউ।
সেই ব্যক্তি স্থানীয়ভাবে সংক্রমিত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আক্রান্ত ব্যক্তির বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই, বিদেশ থেকে আগত কারও সংস্পর্শেও আসেননি। আরও পড়ুন-তেল আভিভে আক্রমনকারীকে গুলি করে হত্যা ইজরাইল পুলিশের
দেখুন টুইট
#SouthKorean health authorities reported the country's first locally transmitted case of #Monkeypox on Saturday, bringing the total number of infections to 6.
South Korea's first case of monkeypox was confirmed June 22 last year, and the fifth case was reported March 13. pic.twitter.com/chDpRlZhW5
— IANS (@ians_india) April 8, 2023
মাঙ্কিপক্স আর দক্ষিণ কোরিয়ার কাছে বিদেশী রোগ থাকল না। এই নিয়ে কোরিয়ার মোট ৬ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হলেন, স্থানীয়ভাবে সংক্রমিত হওয়ার ঘটনা এই প্রথম।