দিল্লি, ২৪ জুন: উত্তর ইজরায়েল (North Israel) জুড়ে শোনা যাচ্ছে সাইরেন। গোটা উত্তর ইজরায়েলে ফের সাইরেন বাজতে শুরু করেছে। ইরানের তরফে মিসাইল ফায়ার করা হচ্ছে। যে খবর মিলতেই উত্তর ইজরায়েল জুড়ে সাইরেন বাজতে শুরু করেছে নতুন করে। ইজরায়েলি সেনা বাহিনীর (IDF) তরফে এমনই ট্যুইট করা হয়েছে ২৪ জুন দুপুরে। ইজরায়েল এবং ইরানের মধ্যে যখন যুদ্ধ বিরতি (Israel-Iranian Ceasefire) শুরু হয়েছে, সেই সময় ফের তেহরান কেন নতুন করে মিসাইল ফায়ার করছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
দেখুন আইডিএফের তরফে কী ট্যুইট করা হয়েছে...
Sirens sounding in northern Israel due to missile fire from Iran pic.twitter.com/woGhqD7VCK
— Israel Defense Forces (@IDF) June 24, 2025
২৩ জুন মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ইজরায়েল এবং ইরানের মাঝে যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেন। যা ইরান অস্বীকার করলেও, পরে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। উলটে ইরানের স্টেট টেলিভিশনের তরফে সংঘর্ষ বিরতির কথা প্রচার করা হয়। এরপরই ট্রাম্প ফের ট্যুইট করেন। তিনি বলেন দয়া করে কেউ এই যুদ্ধ বিরতির প্রক্রিয়া লঙ্ঘনের চেষ্টা করবেন না।
ইরান এবং ইজরায়েলের যুদ্ধ বিরতি নিয়ে যখন জোর চর্চা শুরু হয় আন্তর্জাতিক মহলে, তখন ফের উত্তর ইজরায়েল জুড়ে সাইরেন বাজতে শুরু করে। যার জেরে ফের ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ইরান যদি মিসাইল ছুঁড়তে শুরু করে, ইজরায়েলের পালটা পদক্ষেপ কতটা গুরুতর হতে পারে, বর্তমানে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
প্রসঙ্গত ২৩ জুন রাতে কাতারে মার্কিন সেনা নিবাস লক্ষ্য করে ড্রোন ছুঁড়তে শুরু করে ইরান। এরপরই তড়িঘড়ি যুদ্ধ বিরতির দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।