Effect Of Iranian Missile (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৪ জুন: ইজরায়েলের মিসাইলের আঘাতে যেমন ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি ইরানের ক্ষেপনাস্ত্রের ক্ষতও তেল আভিভের শরীর ছিন্নভিন্ন করে দিয়েছে। এমনই বেশ কিছু ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে ইরানে যখন একটানা ড্রোন (Drone) এবং মিসাইল (Missile) নিয়ে ইজরায়েলে হামলা চালায়, সেই সময় বাড়িঘর ভেঙেচুরে পড়তে শুরু করে। ইরানের মিসাইলের আঘাতে ইজরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়, তার জেরে ইহুদিদের দেশের বহু অংশ ভূতের ঠিকানায় পরিণত হয়। উঁচু উঁচু ভবন ভেঙেচুরে গুঁড়িয়ে গিয়েছে ইজরায়েলের বহু অংশ। যা দেখলে ভয় পেয়ে যাবেন আপনিও। ইজরায়েলের হামলার পর ইরান যেভাবে প্রত্যাঘ্যাত করে, তা ফল যে কতটা মারাত্মকভাবে সহ্য করতে হচ্ছে তেল আভিভকে (Tel Aviv), তা এই সমস্ত ছবি না দেখলে বিশ্বাস হবে না আপনারও।

দেখুন ইরানের মিসাইলের আঘাতে কীভাবে ভেঙে পড়ছে ইজরায়েলের বহু অঞ্চলের ঘরবাড়ি...

 

ইজরায়েল যেন 'মিনি গাজ়ার' রূপ নিয়েছে...

 

ইজরায়েলকে (Israel) কীভাবে প্রত্যাঘ্যাত করতে হয়, তা ইরানের মিসাইল কার্যত হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ফলে ইজরায়েলের বহু শহর ভূতের দেশে পরিণত হয়েছে। ইজরায়েলের বহু অংশ কার্যত গাজার মত রূপ নিয়েছে বলে মনে করেন অনেকে।

আরও পড়ুন: Donald Trump On Israel-Iran Ceasefire: 'দয়া করে কেউ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবেন না', লোকসানের পথ গিলতে আসছে? ইজরায়েল, ইরানের যুদ্ধ থামাতে সুর নরম ট্রাম্পের, দেখুন

ইরানের পরপর মারণ মিসাইলের আঘাতে  ইজরায়েল যখন 'মিনি গাজ়ার' রূপ নিতে শুরু করে, সেই সময় সোমবার মাঝ রাতে হঠাৎ করেই সংঘর্ষ বিরতির (Israel-Iranian Ceasefire) কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ইজরায়েল এবং ইরান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের ট্যুইট প্রকাশ্যে আসতেই পালটা মুখ খোলেন ইরানের বিদেশমন্ত্রী। তাঁরা সংঘর্ষ বিরতির পথে হাঁটছেন না বলে জানান তিনি। ইরানের বিদেশমন্ত্রীর মন্তব্যের কয়েক ঘণ্টা পর সে দেশের জাতীয় টিভির তরফে যুদ্ধ বিরতির কথা ঘোষণা করা হয়। যা নিয়ে তেহরান এবং তেল আভিভ মুখ না খুললেও ফের ট্যুইট করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প লেখেন, ইজরায়েল এবং ইরানের যুদ্ধ বিরতি শুরু হয়েছে। দয়া করে কেউ লঙ্ঘন করবেন না।