Sudan Woman.jpg (Photo Credit: Twitter)

খাবার জোগাড় করতে নিয়মিতভাবে সেনাদের (Soldier) সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে হয় সুদানের মহিলাদের। অন্ন জোগাড় করতে, পরিবারকে খাইয়ে পরিয়ে রাখতে নিয়মিত সেনাদের যৌন লালসার শিকার হতে হয় গৃহযুদ্ধ কবলিত সুদানের (Sudan) বহু মহিলাকে। গার্ডিয়ান পত্রিকার তরফে এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। সেনাদের ভয়ে সুদানের ওমদুরমান শহরের বহু মহিলা ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন। ওই এলাকায় থাকলেই সেনাদের সঙ্গে সেক্স করতে হবে বাধ্যতামূলকভাবে। এই ভয়ে এলাকা  ছেড়ে পালাতে শুরু করেছেন অনেকে।

ওমদুরমানে যে কারখানাগুলি রয়েছে, সেখানে মহিলাদের ধরে নিয়ে যাচ্ছে সেনা। আর সেখানেই তাঁদের উপর শারীরিক অত্যাচার করা হচ্ছে। সেক্স না করলে, কোনও মহিলা খাবার বা জীবনধারনের জন্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন না বলে খবর। ওমদুরমান শহরের কারখানাগুলি দেখলেই ভয়ে সিঁটিয়ে যাচ্ছেন স্থানীয় মহিলারা।

এমনইেক অসহায় মহিলা জানান, সেনা কর্মীদের সঙ্গে সেক্স ব্যাতীত খাবার জোগাড়ের কোনও রাস্তা তাঁর কাছে নেই। বাড়িতে যেমন তাঁররক বৃ্দ্ধ বাবা, মা রয়েছেন, তেমনি ১৮ বছরের কিশোরী মেয়েও রয়েছে। ৩ জনের খাবার জোগাড় করতে ওই মহিলাকে নিয়মিত সেনা কর্মীদের সঙ্গে যৌন সংস্রবে যেতে হয় বলে জানান তিনি। ফলে গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদানের পরিস্থিতি যে ক্রমশ খারাপ হচ্ছে, তা আন্তর্জাতিক বিশ্বের নজর এড়াচ্ছে না।