দিল্লি, ১৬ ডিসেম্বর: জর্জিয়ার (Georgia) একটি ভারতীয় রেস্তোরাঁয় (Indian restaurant) পরপর ১২ জনের মৃত্যু হল। কীভাবে একসঙ্গে ১২ জনের মৃত্যু হল, ত নিয়ে শুরু হয়েছে তদন্ত। জর্জিয়ার ওই ভারতীয় রেস্তোরাঁয় যে ১২ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ, সেখানে কোনও ক্ষতচিহ্নও নেই। মারপিটের কোনও চিহ্ন ১২ মৃতদেহে মেলেনি বলে খবর। রেস্তোরাঁয় কর্মরত ১২ জন কর্মীর মৃত্যু হয়েছে। রেস্তোরাঁর তৃতীয় তলায় ঘুমন্ত অবস্থায় ওই ১২ জন কর্মীর মৃত্যু হয়। ঘুমের মধ্যে কীভাব পরপর ১২ জন কর্মীর মৃত্যু হল, সে বিষয়ে শুরু হয়েছে ধ্বন্দ। পুলিশ তদন্ত শুরু করেছে জোরদারভাবে।
রিপোর্টে প্রকাশ, রেস্তোরাঁর তৃতীয় তলায় যেখানে ওই ১২ জন ঘুমোচ্ছিলেন, তার পাশে একটি জেনারেটর ছিল। জেনারেটরে শট সার্কিটের জেরেই ওই ১২ কর্মীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। মৃত ১২ জনের মধ্যে ১১ জন বিদেশি এবং ১ জন জর্জিয়ার নাগরিক বলে খবর।