Pakistani Cricket Stadium (Photo Credit: X)

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: এবার বড়সড় সতর্কতা জারি করল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) যখন চলছে, সেই সময় গোপণ কিছু সংগঠন বড়সড় পরিকল্পনা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে যাওয়া বিদেশিদের অপহরণ করে যাতে মুক্তিপণ আদায় করা যায়, সে বিষয়  বড়সড় ছক কষছে বেশ কিছু গোপণ সংগঠন। পাকিস্তানি (Pakistan) সেনা বাহিনীকে এভাবেই সতর্ক করা হয়েছে গোয়েন্দা সংস্থার তরফে। তেহরিক-ই-তালিবান, আইসিস-সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং গোপণ সংস্থাগুলি বিদেশি অতিথিদের অপহরণের পরিকল্পনা করছে বলে পাক গোয়েন্দা সংস্থার দাবি। মুক্তিপণ আদায় করতেই এই পরিকল্পনা বলে সতর্ক করা হয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তরফে।

আরও পড়ুন: Pakistani Fans Celebrate Virat Kohli's Century Video: বিরাটের সেঞ্চুরিতে ইসলামাবাদে উল্লাস, কোহলির পাকিস্তানি ভক্তরা ফেটে পড়লেন আনন্দে, উঠলেন লাফিয়ে; দেখুন ভিডিয়ো

গোয়ান্দা সংস্থার সতর্কতার পর কড়া নজরদারি শুরু করেছে পাক সেনা বাহিনী। কোথাও কোনও ঘটনা দেখলে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে করা হচ্ছে পদক্ষেপ। খেলোয়াড় থেকে শুরু করে, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্মী, কর্তাব্যক্তিরা যাতে সুরক্ষিত থাকেন, সে বিষয়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।

২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে শুরু হয়েছে নজরদারি।