Sheikh Hasina Live (Photo Credit: Facebook)

দিল্লি, ১৮ নভেম্বর: শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বাংলাদেশের আদালত। গত বছর জুলাই বিদ্রোহের প্রেক্ষিতেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের আদালতের তরফে। যে খবর প্রকাশ্যে আসতেই গোটা বিশ্ব জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর মহম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেয় আওয়ামী লিগ।

পাশাপাশি বাংলাদেশের আদালতকে 'ক্যাঙারু কোর্ট' বলেও তীব্র অসন্তোষ ব্য়ক্ত করা হয়েছে আওয়ামী লিগের তরফে।

হাসিনার সময়ের মন্ত্রী তথা আওয়ামী লিগ নেতা মহিদুল হাসান চৌধুরী বলেন, মুজিব-কন্যার সঙ্গে বাংলাদেশের মানুষের পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে। সেই সঙ্গে মহম্মদ ইউনুস সরকার যা করছে, তাতে দক্ষিণ এশিয়ার এই দেশ ক্রমাগত গৃহযুদ্ধর দিকে এগোচ্ছে।