নিউইয়র্ক, ১৯ এপ্রিল: মার্কিন নৌবাহিনীর এগজিকিউটিভ সেক্রেটারি তথা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক শান্তি শেঠি (Shanti Sethi ) হলেন কমলা হ্যারিসের নতুন প্রতিরক্ষা উপদেষ্টা। মার্কিন ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা বিভাগের প্রবীণ হার্বি জিস্কেন্ড শান্তি শেঠিকে নতুন পদে নিয়োগের বিষয়টি দেখছেন। মার্কিন নৌসেনা বিভাগের অভিজ্ঞ সেনা উপদেষ্টা ছিলেন শান্তি শেঠি। তিনি সেনা অধিনায়ক হিসেবে কর্মজীবন থেকে অবসর নেন। মার্কিন নৌসেনা জাহাজ ভারতের বন্দরে ভিড়লে নৌসেনা কর্তা হিসেবে ২০১১-য় চেন্নাই ঘুরে দেখেন শান্তি শেঠি।
এবার তিনি নতুন পদে নিয়োগ পেলেন। একেবারে মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রতিরক্ষা উপদেষ্টা। সেনাবাহিনীর বড় বড় পদ সামলানোর পর দেশের প্রশাসনিক দায়িত্বের ভার চাপল এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিনির কাঁধে।