বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌনসঙ্গীর সংখ্যায় পরিবর্তন দেখা দেয়। নয়া গবেষণায় প্রকাশ্যে এল এবার এমনই একটি তথ্য। যেখানে দেখা গিয়েছে, ৭০-এর বেশি বয়স্ক সমকামী এবং উভকামী পুরুষদের একাধিক সঙ্গী রয়েছে। বয়স ৭০-এর বেশি হলেও যখন সমকামী এবং উভকামী পুরুষদের একাধিক সঙ্গীর সন্ধান মেলে, সেখান মহিলাদের ক্ষেত্রে চিত্র একেবারে অন্যরকম। মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে, যাঁদের বয়স ৫০, তখন থেকেই তাঁদের যৌন তার আগ্রহ ক্রমশ কমতে শুরু করে। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে যৌন আকাঙ্খা বিষয়টি একেবারে অন্যরকমভাবে প্রতিফলিত হতে দেখা যায়।
লন্ডনের ইস্ট অ্যাংলিয়া নামের একটি বিশ্ববিদ্যালয়ের তরফে বয়েসের সঙ্গে যৌনতায় কতটা পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে একটি গবেষণার জেরে এমন তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় ৫,১৬৪ জন ব্রিটিশ নাগরিকের উপর এই পরীক্ষানীরিক্ষা চালিয়ে, অবশেষে তার ফল প্রকাশ করে। যে গবেষণা থেকে প্রকাশ্যে আসে, বয়সের সঙ্গে সঙ্গে যৌন সম্পর্কে কতটা পরিবর্তন হয় এবং সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও তার কতটা প্রভাব পড়ে।