দিল্লি, ১ সেপ্টেম্বর: তিয়ানজিনে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক শেষ করলেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে আজ শি জিনপিং (Xi Jinping), ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাসি, খুশি মেজাজে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠকও সারেন প্রধানমন্ত্রী। পুতিনের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর সেই ছবি প্রধানমন্ত্রীর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা হয়। তিয়ানজিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে 'দারুণ' বৈঠক হয়েছে বলে প্রধানমন্ত্রী মোদী জানান।
পাশাপাশি ওই ছবিতে দেখা যায়, বৈঠকের পরও বন্ধু মোদীর হাত ধরে রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দেখুন প্রধানমন্ত্রীর সোশ্যাল হ্যান্ডেলের তরফে কোন ছবি পোস্ট করা হল...
প্রসঙ্গন তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠেকে হাজির হতে প্রধানমন্ত্রী মোদীর জন্য অপেক্ষা করতে দেখা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। জানা যায়, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সভাস্থলে যেতে চান পুতিন। আর সেই কারণে টানা ১০ মিনিট ধরে মোদীর জন্য পুতিন অপেক্ষা করেন। প্রধানমন্ত্রী মোদী এলে, তবেই পুতিনের গাড়ি ছাড়ে সভাস্থলের দিকে।
এদিকে ২০২০ সালে গালওয়ানে ভারত এবং চিনা সেনার সংঘর্ষের পর ৫ বছর ধরে বেজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাতিল ছিল দিল্লির। তবে এবার নতুন করে চিনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের দরজা খুলেছে। যার জেরে তিয়ানজিনে এসসিও সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শোনা যাচ্ছে, এসসিও সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। ভারত এনং চিনের দুই রাষ্ট্রনেতার বৈঠক পৃথকভাবে হলে, তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুদ করবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।