Shehbaz Sharif, Vladimir Putin (Photo Credit: X/Screengrab)

কান থেকে খুলে পড়ল ইয়ারফোন। কিছুতেই কানের ঠিক জায়গায় ইয়ারফোন রাখতে পারছিলেন না। যা দেখে পুতিন (Vladimir Putin) তাঁকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। শেহবাজ় শরিফকে ইয়ারফোন পরতে সাহায্য করেন। তবে তার সঙ্গে হেসেওএ ফেলেন রুশ প্রেসিডেন্ট। যা দেখে মুখ গোমড়া হয়ে যায় পাকিস্তানি প্রধানমন্ত্রীর (Pakistan PM Shehbaz Sharif)। এবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) বৈঠক থেকে এমনই একটি ছবি উঠে এল।

যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রী  বৈঠকে বসলে, তাঁকে বিব্রত বোধ করতে হয়নি। পুতিনের সামনেই খুলে পড়ে শেহবাজ়ের কানের ইয়ারফোন।

ইয়ারফোন খুলে পড়তেই তা কোনওভাবে ঠিক করতে পারছিলেন না শেহবাজ় শরিফ। যা দেখে নিজের হাসি চাপতে পারেননি ভ্লাদিমির পুতিন। তিনি বার বার পাকিস্তানি প্রধানমন্ত্রীকে দেখাতে শুরু করেন, কীভাবে তাঁকে ইয়ারফোন পরতে হবে। তবে তাতেও কোনও কাজ হয়নি। তিনি কোনওভাবেই ইয়ারফোন পরতে পারছিলেন না। তিয়ানজিন থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে।

আরও পড়ুন: Asim Munir Meets Xi Jinping: SCO তে মুখ চুন করে বসেছিলেন পাক প্রধানমন্ত্রী, মোদী সম্মেলন শেষ করতেই চিনের জিনপিংয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন অসীম মুনির

দেখুন পুতিনের সামনে কীভাবে বেইজ্জত হতে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফকে...

 

তবে এই প্রথম নয়, এর আগে ২০২২ সালেও এমন একটি ঘটনার সম্মুখীন হতে হয় শেহবাজ় শরিফকে। সেবার উজবেকিস্তানে রুশ প্রেসিডেন্টের সঙ্গে শেহবাজ় শরিফ বৈঠকে বসলে, সেখানেও তাঁর কান থেকে ইয়ারফোন খুলে পড়ে। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে।

বার বার পুতিনের সামনে খুলে পড়ে শেহবাজ় শরিফের ইয়ারফোন...