Pak Army Chief Asim Munir (Photo Credit: X)

দিল্লি, ২ সেপ্টেম্বর: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) বৈঠক শেষ হতে না হতেই চিনের প্রেসিডেন্টের (Chinese President Xi Jinping) সঙ্গে দেখা করলেন পাকিস্তানের সেনা প্রধান (Asim Munir)। ২ সেপ্টেম্বর পাক সেনা প্রধান তথা ফিল্ড মার্শাল দেখা করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের (Shehbaz Sharif) ডেলিগেশন হিসেবে চিনে (China) হাজির হয়েছেন অসীম মুনির। ভারতের প্রধানমন্ত্রী(PM Narendra Modi) তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক শেষ করতেই চিনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে ছুটলেন অসীম মুনির।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ১ সেপ্টেম্বর পহেলগাম হামলার কড়া নিন্দা করা হয়। এসসিও-র সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা প্রত্যেকে পহেলগাম হামলার বিরুদ্ধে কড়া সুর চড়ান। এসসিও সম্মেলন শেষ করে প্রধানমন্ত্রী মোদী সেখান থেকে বেরোতেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে ছোটেন অসীম মুনির। তবে চিনা প্রেসিডেন্টের সঙ্গে অসীম মুনিরের কোন বিষয়ে কথপোকথন হয়, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Azerbaijan On India: 'মাছ না পেয়ে ছিপে কামড়', পাকিস্তানকে সমর্থন করায় SCO তে বাকুর স্থায়ী সদস্যপদ পাওয়ায় বাধা দিচ্ছে ভারত, অভিযোগ আজারবাইজানের

এদিকে ১ সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের সভাস্থলে যাওয়ার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত ধরে হাঁটতে দেখা যায়। ওই সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ দাঁড়িয়ে থাকলেও, তাঁর দিকে না তাকিয়েই দুই দেশের রাষ্ট্রপ্রধান সেখান থেকে চলে যান। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পাক প্রধানমন্ত্রীকে যে মোদী দূর অস্ত, রুশ প্রেসিডেন্টও কোনওভাবে পাত্তা দেননি, তা স্পষ্ট।