SCO Meet: ভারতে আসছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ? জল্পনা তুঙ্গে
Shehbaz Sharif (Photo Credit: Instagram)

দিল্লি, ২৬ জানুয়ারি: সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Meet)  বৈঠকে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ( Shehbaz Sharif) এবার আমন্ত্রণ জানাতে পারে ভারত (India) । চলতি বছরের মে মাসে গোয়ায় বসবে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক। আর সেখানেই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে নয়াদিল্লি আমন্ত্রণ জানাতে পারে বলে খবর। যদিও সরকারিভাবে বিবৃতি প্রকাশ করে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সূত্রের তরফে মিলছে এমন খবর।

সম্প্রতি পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো এবং চিনা বিদেশমন্ত্রী কিং গ্যাংকে মে মাসে গোয়ার উচ্চ পর্যায়ের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিলাবল ভুট্টো বা কিং গ্যাং  সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে হাজির হবেন কি না, সে বিষয়ে তাঁরা কিছু জানাননি। যদি পাক প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী মে মাসে গোয়ার বৈঠকে হাজির হন, তাহলে ২০১১ সালের পর ফের ভারতে আসবেন কোনও পাকিস্তানি প্রতিনিধি।

আরও পড়ুন:  Pakistan: মেয়ের বিয়ে মানতে না পেরে আদালত চত্বরে খুন বাবার, পাকিস্তানের ঘটনায় শিউরে উঠবেন

২০১১ সালে তৎকালীন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার ভারতে আসেন। হিনা রব্বানি খারের পর এখনও প্রযন্ত আর কোনও পাক প্রতিনিধি বারতে আসেননি।