সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমনকে হত্যার চেষ্টা করা হল? এমনই একটি খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে দেখা যাচ্ছে, রিয়াধে যখন কড়া নিরাপত্তা পরিবেষ্টিত হয়ে মহম্মদ বিন সলমন গাড়িতে ছিলেন, সেই সময় সেখানে হামলা চলে। তবে বরাত জোরে রক্ষা পান সৌদি রাজা। এরপর রিয়াধে মহম্মদ বিন সলমনের গাড়ি জ্বলতে দেখা যায় বলে খবর। যদিও অফিসিয়ালি এ বিষয়ে কোনও খবর মেলেনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো এবং ছবি ফুটে উঠতে শুরু করেছে।
দেখুন ভিডিয়ো...
BREAKING:
Arab sources are reporting an ASSASSINATION attempt against Saudi Crown Prince Mohammed bin Salman pic.twitter.com/mKUjmwLnur
— ADAM (@AdameMedia) May 7, 2024
যদিও এই খবর ছড়াতেই অনেকে পালটা দাবি করেন, যা ছড়িয়েছে, তা একেবারেই সত্যি নয়। এই খবর ভিত্তিহীন বলেও দাবি করেন অনেকে।
A totally baseless claim about an assassination attempt on Saudi Crown Prince Mohammed bin Salman is going viral on X after being shared by fake osint accounts and well-known misinformation spreaders seeking engagement.
There's zero evidence for the claim. pic.twitter.com/cUD6Z1x2RU
— Shayan Sardarizadeh (@Shayan86) May 7, 2024
যদিও অনেকের দাবি, এই পিছনে মোসাদের হাত রয়েছে। ইজরায়েলের সঙ্গে সৌদি আরব কোনওভাবে হাত মেলাবে না বলে জানানো হয়। ইজরায়েলের পাশ থেকে মহম্মদ বিন সলমন সরে যাওয়াতেই তাঁর গাড়ির উপর হামলার চেষ্টা চালানো হয় বলে দাবি করেন অনেকে।
WW3 WATCH ACTIVATED
A BRUTAL ASSIGNATION ATTEMPT WAS JUST CARRIED OUT ON THE RULER OF SAUDI ARABIA
Many believe Mossad is behind this after the crown prince of Saudi Arabia, Mohammed bin Salman Al Saud, appears to be backing away from plans for a possible… pic.twitter.com/rysD43mYXD
— Matt Wallace (@MattWallace888) May 7, 2024