Pilgrims In Hajj (Photo Credit: Twitter)

দিল্লি, ৭ এপ্রিল: সাময়িকভাবে ভারতের (India) জন্য ভিসা (Visa) নিষিদ্ধ করল সৌদি আরব (Saudi Arabia)। চলতি বছর হজ যাত্রা যত এগিয়ে আসছে, তার মাঝেই এবার ভারত-সহ আরও ১৩টি দেশের ভিসা নিষিদ্ধ করা হল সৌদি আরবের তরফে। পাকাপাকিভাবে নয়, আপাতভাবে ভারতের ভিসা নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরবের তরফে। ভারতের পাশাপাশি বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান (Pakistan), মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডন, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কোর মত ১৪টি দেশের ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সৌদি আরবের তরফে।

উপযুক্ত রেজিস্ট্রেশন ব্যতীত হজের সময় সৌদি আরবের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার জেরেই সাময়িকভাবে ভারতের ভিসায় নিষেধাজ্ঞা সৌদি আরব আরোপ করেছে বলে খবর। পাকিস্তানের একটি সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, যাঁদের ওমরহ করার ভিসা রয়েছে, তাঁরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

জানা যাচ্ছে, হজের আগে থেকে অনেকেই ওমরাহ ভিসা এবং ভিজ়িট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করেন। এরপর হজের সময় তাঁরা অবৈধভাবে সে দেশে থাকছেন। যার জেরে হজের সময় মক্কায় অতিরিক্ত জনসমাগম হচ্ছে। যার ফলে গরমও বাড়তে শুরু করে হু হু করে। গত বছর অতিরিক্ত ভিড়ের চাপে অঘটন ঘটে হজে। গত বছর হজে পদপিষ্ট হয়ে গরমে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয়। গত বছর ১২০০ তীর্থযাত্রীর মৃ্ত্যুর পর এবার ভিসা নিয়ে কড়াকড়ি শুরু করা হয়েছে সৌদি আরবের তরফে।

হজের সময় যাতে সৌদি আরবে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে না পারেন, তার জন্যই এবার ভিসা নিয়ে অত্যন্ত কড়াকড়ি আরোপ করা হয়েছ সে দেশের তরফে।