গত মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। আার এই নিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে এনডিএ। গতবারের থেকে এবারে আসন সংখ্যা কম হলেও সরকার গঠন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহেরা। যদিও ৮ জুনের মধ্যে পরিস্কার হয়ে যাবে যে কাদের সরকার আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে। তবে এই মুহূর্তে দেশ তো বটেই বিদেশ থেকে বহু রাষ্ট্রনেতা এই জয়ের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

বুধবার শ্রীলঙ্কার (Sri Lanka) সংসদ ভবনে বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা (Sajith Premadasa) বক্তৃতা দিয়ে গিয়ে প্রথমে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার জন্য শ্রীলঙ্কার সংসদ ভবনে প্রস্তাব দেন। সাজিথ প্রেমাদাসা বলেন, এটা দীর্ঘদিন ধরে আর্জি করা হচ্ছিল। আমার মতে, ভারত এখন অন্যতম শক্তিশালী দেশ। এবং এটা তাঁদের প্রাপ্য।

শ্রীলঙ্কার পাশাপাশি কমপক্ষে ৫০টি দেশ নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছে। শ্রীলঙ্কা ছাড়াও ইউক্রেন. মলদ্বীপ, ইরান, সেশেলসের রাষ্ট্রপতি শুভেচ্ছাবার্তা দিয়েছেন। নেপাল, ভুটান, বাংলাদেশ, সিঙ্গাপুর, মায়নমারের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া জি ২০-এর সদস্য দেশ ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে।