কিভ, ২৫ অগাস্ট: ইউক্রেনের (Ukraine) সেন্ট্রাল ডিনিপ্রোপেট্রোভস্ক (Dnipropetrovsk) অঞ্চলের চ্যাপলাইন ট্রেন স্টেশনে (Chaplyne Train Station) রাশিয়ার গোলাবর্ষণ। কমপক্ষে ১৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Ukrainian President Volodymyr Zelensky) এই হামলার খবর জানিয়েছেন। জানা গিয়েছে, রাশিয়ার ছোড়া রকেট একটি যাত্রীবাহী ট্রেনে আঘাত করেছিল। জেলেনস্কি নিউইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভিডিও বার্তায় বলেছেন, "উদ্ধার কর্মীরা কাজ করছে। দুর্ভাগ্যবশত, মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে। আমরা প্রতিদিন এভাবেই থাকি। এভাবেই রাশিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে।"
ইউক্রেনে এর আগেই রেল স্টেশন ও রেল লাইনে হামলা চালিয়েছে রাশিয়া। এপ্রিলে, ক্রামতোর্স্ক স্টেশনে হামলায় কমপক্ষে ৫৭ জন মারা যান। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তবে, ইউক্রেনের রাজধানী কিভ দখল করতে পারেনি তারা। মস্কো তাই ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলগুলিকে অন্তর্ভুক্তির দিকে নজর দিয়েছিল। তারপরও যুদ্ধ দেশের কোনও অংশকেই অক্ষত রাখছে না। আরও পড়ুন: Flood In Pakistan: বন্যা মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সাহায্য চাইতে চলেছে পাকিস্তান
Terrorist Russia keeps killing Ukrainian civilians. At least 15 killed in a Russian missile strike on a train station in Chaplyne, Dnipropetrovsk region. As @ZelenskyyUa stressed at UNSC: terrorist Russia must be stopped now before it kills more people in Ukraine and beyond. pic.twitter.com/GSbMbrYEc2
— Dmytro Kuleba (@DmytroKuleba) August 24, 2022
বুধবার রাশিয়ার গোলাবর্ষণে ১১ বছরের একটি শিশু নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে যে পশ্চিমে খমেলনিটস্কি অঞ্চল এবং উত্তরে শাইটোমির অঞ্চল-সহ সারা দেশের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে পুতিনের বাহিনী।