এখনও  অব্যাহত রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। আর এই যুদ্ধে ক্রমশ শক্তিক্ষয় হচ্ছে ইউক্রেন বাহিনীর। গত কয়েকমাসে ইউক্রেনের একাধিক জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এমনকী বাদ দেওয়া হয়নি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। সোমবার ইউক্রেনের বন্দর এলাকা ওডেসার সিফ্রন্ট পার্কের একটি স্কুলে ক্ষেপনাস্ত্র হামলা করে রাশিয়া। স্কুলটি হ্যারি পটারের হগওয়ার্টসের দুর্গের (Harry Potter castle) আদলে বানানো হয়েছিল।

ইউক্রেন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। তার মধ্যে ৭ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, এদিন ইস্কান্দার এম নামক ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছিল রাশিয়ান সেনা। বিগত কয়েকমাসে এই বন্দর এলাকায় একাধিকবার হামলা চালিয়েছেে মস্কো। ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কোনওকিছুই বাদ দেয়নি তাঁরা।

দীর্ঘ দুই বছর ধরে চলা এই যুদ্ধে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ইউক্রেন। সেনা ঘাটতি তো রয়েইছে, পাশাপাশি অস্ত্রের অভাবও রয়েছে জেলেনস্কি বাহিনীর। যে কারণে ক্রমশ পিছিয়ে পড়ছে তাঁরা। ইস্টার্ন ফ্রন্টের গ্রামগুলি থেকে ক্রমশ বাহিনী সরিয়ে নিচ্ছে ইউক্রেন। ফলে সেই জায়গাগুলিতে ঘাঁটি করছে রাশিয়া। ইতিমধ্যেই আমেরিকা ও পশ্চিম দেশগুলি থেকে অস্ত্রের জন্য আবেদন করেছে ইউক্রেন।