মস্কো, ১ মে: ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৩৭ মাইল দূরে রাশিয়ান মালবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ। এই মালবাহী ট্রেনে মজুত ছিল ৬০টি গাড়ি বোঝাই তেল, তেলজাতীয় উপকরণ, রাস্তা তৈরির উপকরণ সহ সেনার কাজে লাগতে পারে এমন বেশ কিছু জিনিস। ট্রেন লাইনে পোঁতা ছিল বিস্ফোরক। ইউক্রেনে যুদ্ধে যাওয়া রুশ সেনাকে পাঠানোর জন্য পুতিন প্রশাসন এই মালবাহী ট্রেনটি পাঠিয়েছিল। উনেচা ও ব্রায়ান্সকের মধ্যে একটি জায়গায় সকাল দশটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
মালবাহী ট্রেনটি বিস্ফোরক বোঝাই লাইনে আসতেই প্রচণ্ড শব্দের পর লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর আগুন ধরে যায়। সেইসব বগিতে মজুত সব জিনিসই নষ্ট হয়ে যায়। অন্তত মাইল দশেক দূর থেকেও বিস্ফোরণের ধোঁয়া দেখা যাচ্ছিল। ইউক্রেন ও বেলারুশের সীমান্তের কাছে এই ট্রেন বিস্ফোরণের পিছনে সরাসরি ইউক্রেনকেই দায়ি করছে রাশিয়া। রাশিয়ার অভিযোগ, সেন্ট পিটার্সবার্গের কাছে এক জায়গায় গভীর রাতে হামলা চালিয়ে বিদ্যুত স্টেশন ভেঙে ফেলা হয়েছে।
দেখুন ছবিতে
🇷🇺🇺🇦 Russian freight train derails after being hit by explosive device': governor
There were 60 cars with oil products and lumber in the train, 7-8 of them overturned, some of them caught fire. pic.twitter.com/gBVUNZMBHW
— PiQ (@PriapusIQ) May 1, 2023
এদিকে, ১৪ মাস ধরে ইউক্রেন হামলার গতি এবার আচমকা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গতকাল রাতে ইউক্রেনের কিছু শহরে মিসাইল হামলা চালায় রাশিয়া। তবে সেগুলির বেশিরভাগই প্রতিহত করে ইউক্রেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সাহায্য পেয়ে ইউক্রেনের রক্ষণ এখন আগের থেকে শক্তিশালী।