দিল্লি, ১৯ জুন: এবার আমেরিকাকে (US) সরাসরি হুমকি দিল রাশিয়া (Russia)। আমেরিকা যদি কোনওভাবে ইরানে (Iran) হামলা চালায়, তাহলে তার ফল ভুগতে হবে বলে ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) সুর চড়ান। ইরানে হামলা করলে আমেরিকাকে যে কোনওভাবে ছাড়া হবে না, তা স্পষ্ট করে দেন রুশ প্রেসিডেন্ট। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার সময় পুতিন স্পষ্ট করে দেন রাশিয়ার অবস্থান। ইরান এবং ইজরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেখানে আমেরিকা হামলা চালাতে পারে তেহরানে। এমন আশঙ্কা তৈরি হতেই এবার পুতিন পালটা হুমকি দিলেন। আমেরিকা যদি ইরানের দিকে চোখ তুলেও তাকায়, তাহলে তার ফল ভুগতে হবে বলে স্পষ্ট জানান পুতিন।
গত সপ্তাহ থেকে ইজরায়েল (Israel) হামলা শুরু করে ইরানে। একের পর এক মিসাইল ছোঁড়া হয় ইজরায়েলের তরফে। তেল আভিভ যখন এক নাগাড়ে তেহরানে হামলা শুরু করে, সেই সময় ইরানও পালটা প্রত্যাঘ্যাত করে। ইরান কোনওভাবে ইজরায়েলকে ছাড়বে না বলে স্পষ্ট জানান সে দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খোমেইনি। ফলে ইজরায়েল এবং ইরানের যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া।
অন্যদিকে বৃহস্পতিবার ইজরায়েলের অন্যতম প্রধান হাসপাতালে সোরোকায় হামলা চালায় ইরান। এক হাজার বেডের হাসপাতালের ইরানি মিসাইল আছড়ে পড়ায় ৪৭ জন আহত হন। যার জেরে একের পর এক রোগী এবং সেখানকার কর্মীদের সরানোর কাজ শুরু করে আইডিএফ।
তেহরান যেভাবে হামলা চালিয়েছে, তার ফল ইরানকে ভুগতে হবে বলে পালটা সুর চড়ানো হয় ইজরায়েলের তরফে। শুধু তাই নয়, ইরানের প্রধান ধর্মীয় নেতা খোমেইনি পালানোর রাস্তা পাবেন না বলেও জোরদার হুমকি দেয় ইজরায়েল।