দিল্লি, ১৯ জুন: ছাড় পাবেননা আয়াতোল্লা আলি খোমেইনি (Ayatollah Ali Khamenei)। কোনওভাবে পার পাবেন না তিনি। ফের হুমকি দিল ইজরায়েল। ইরানের (Iran) প্রধান ধর্মগুরুর যে নিস্তার নেই, তা ফের স্পষ্ট করে দেওয়া হয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটস বলেন, খোমেইনি যাতে পালাতে না পারেন, সেই ব্যবস্থা করা হবে। কোনওভাবে ইরানের প্রধান ধর্মগুরুর নিস্তার নেই বলে কাটস সুর চড়ান।
পাশাপাশি দক্ষিণ ইজরায়েলের (Israel) সোরোকা হাসপাতালে যে হামলা চালিয়েছে ইরান, তার ফল যে তেহরানকে ভুগতে হবে, সে বিষয়ে জোরদার হুমকি দেয় তেল আভিভ।
১৯ জুন ইজরায়েলের ১ হাজার বেডের হাসপাতালে হামলা চালায় ইরান। একের পর এক ইরানের মিসাইল আছড়ে পড়তে শুরু করে ইজরায়েলে। যার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতালে চত্ত্বর। রোগী থেকে চিকিৎসক, নার্স, প্রত্যেককে সেখান থেকে যুদ্ধকালীন তৎপরতায় সরানোর কাজ শুরু করে আইডিএফ।
ইজরায়েল এবং ইরানের যুদ্ধ সপ্তম দিনে পড়েছে। ইজরায়েল যেমন প্রথমে এক নাগাড়ে হামলা শুরু করে, তেমনি ইরানের তরফেও দেওয়া হয় পালটা জবাব। ফলে দুই দেশের মাঝে উত্তেজনা উত্তরোত্তর বাড়তে শুরু করে।