Vladimir Putin: ষষ্ঠবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ফের সুর চড়ালেন পুতিন
Vladimir Putin (Photo Credit: Instagram)

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ফের সুর চড়ালেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো যদি রাশিয়ার(Russia) সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হতে পারে। যা একেবারেই কাঙ্খিত নয় বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের (Ukraine) সঙ্গে যুদ্ধের আগে থেকে একাধিক বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। তবে ইউক্রেনের উপর পরমাণু হামলার কথা কখনও তিনি ভাবেননি বলে জানান পুতিন।

আরও পড়ুন: Russia: পুতিন বিরোধিতা করায় গারদে, মৃত্যু রাশিয়ার বিরোধী নেতার

তবে রাশিয়ার বিরুদ্ধে লড়তে যদি ন্যাটো হাজির হয়, তাহলে সার্ভভৌমত্ব রক্ষা করতে রুশ সেনা ঝাঁপিয়ে পড়বে বলে স্পষ্ট জানান ভ্লাদিমির পুতিন। প্রসঙ্গত রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে এই নিয়ে পুতিন ৬বারের জন্য জয়ী হন। ষষ্ঠবার জয়ের পর পুতিন ফের ইউক্রেন এবং পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে সুর চড়ান জোর কদমে।