কিভ, ২৪ ফেব্রুয়ারি: রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War) যুদ্ধের এক বছর পূর্তিতে ফের চর্চায় ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) এবং ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। যুদ্ধের এক বছর পূর্তিতে জেলেনস্কি বলেন, 'আমরা ভেঙে পড়িনি। অনেক কষ্ট অতিক্রম করেছি এবং আমরা জয়ী হব।' যাঁরা ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে, তাঁদের যোগ্য জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এসবের পাশাপাশি জেলেনস্কি সেনা বাহিনী এবং দেশের মানুষকেও সতর্ক করেন। তিনি বলেন, যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে রাশিয়া ফের নতুন করে ক্ষেপনাস্ত্র হামলা চালাতে পারে। ফলে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। রাশিয়া যে যুদ্ধে শুরু করেছে, চলতি বছরেই তার বিরুদ্ধে ইউক্রেন জয় পাবে। এমনই দৃঢ়তা প্রকাশ করেন ভলোদিমির জেলেনস্কি।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে 'যুদ্ধ অপরাধ' হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সুর চড়াল রাষ্ট্রসংঘ
পাশাপাশি ইউক্রেনের যে শহরগুলির উপর রাশিয়া সবচেয়ে বেশি হামলা চালিয়েছে, সেখানকার মানুষের প্রশংসা করেন জেলেনস্কি। তিনি বলেন, বুচা (Bucha) ,ইরপিন, মারিউপলের মানুষ যথেষ্ঠ সাহসিকতার পরিচয় দিয়েছেন। অত্যন্ত সাহসের সঙ্গে এইসব শহরের মানুষ রুশ বাহিনীর সঙ্গে মোকাবিলা করেছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি।