Donald Trump, Vladimir Putin (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৪ জুলাই: রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine) যুদ্ধ এখনও বন্ধ হয়নি। তার মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব ভালভাবে কথা বলেন। পুতিন সব সময় ভালভাবে কথা বলেন, যাতে আশ্চর্য হয়ে যান প্রত্যেকে। অথচ এত ভাল কথা সকালে বলে, সন্ধে থেকে প্রত্যেকের উপর বোমা মারতে শুরু করেন। সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে (US President Donald Trump)।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল পাঠিয়েছে আমেরিকা। রাশিয়ার হামলার হাত থেকে বাঁচাতেই ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল পাঠানো হয়েছে বলে ট্রাম্প জানান। এরপরই শোরগোল শুরু হয়। ট্রাম্পের দেওয়া মিসাইল নিয়ে কি ইউক্রেন নতুন করে রাশিয়ায় প্রত্যাঘ্যাত করবে বলে প্রশ্ন উঠতে শুরু করে। যার মাঝে এবার ট্রাম্প মুখ খুললেন।

আরও পড়ুন: Trump Announces 35% Tariffs On Canada: হুঁশিয়ারি দিয়ে চিঠি, কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

পুতিন সুন্দর কথা বলেন দিনভর। তারপর সন্ধে থেকে বোমা মারতে শুরু করেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এসবের পাশাপাশি ইউক্রেনকে কতগুলি মিসাইল পাঠানো হয়েছে, সে বিষয়ে ট্রাম্প কোনও মন্তব্য করতে চাননি। তবে রাশিয়ার হাত থেকে নিজেদের রক্ষা করতে  ইউক্রেনকে যে আত্মরক্ষা করতে হবে, তার জন্যই ওই মিসাইল পাঠানো হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।

গত সপ্তাহে ট্রাম্প কী বলেন পুতিনকে নিয়ে 

মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ডিল নিয়ে পুতিন কী করছেন, তা বোধগম্য হচ্ছে না। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য পুতিন যা করছেন, তা ওয়াশিংটন বুঝতে পারছে না বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পুতিন সুন্দরভাবে কথা বললেও, তিনি সব সময় আজেবাজে কাজ করেন বলেও মন্তব্য করতে শোনা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।