Russia-Ukraine War: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আরও সাহায্য করুক ভারত, মোদীকে চিঠি জেলেনস্কির
Zelensky, PM Modi (Photo Credit: Instagram)

দিল্লি, ১২ এপ্রিল: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukraine-Russia War) আবহ এখনও অব্যাহত। যুদ্ধের আবহের মাঝেই যাতে ভারত ফের ইউক্রেনর পাশে দাঁড়ায়, মানবিকভাবে সাহায্য করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন আবেদন করে চিঠি লিখলেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উপবিদেশমন্ত্রী জেলেনস্কির চিঠি নিয়ে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠান। সেখানেই ভারতের কাছে সাহায়্যের আবেদন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে যাতে আরও বেশি করে ওষুধ, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেন জেলেনস্কি।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনীয় সেনার মুণ্ডচ্ছেদ রুশ বাহিনীর? ক্যামেরায় ধরা পড়ল নৃশংসতা

সোমবার ইউক্রেনের মন্ত্রী জানান, দিল্লি যাতে যুদ্ধ বিধ্বস্ত কিভের পাশে আরও বেশি করে দাঁড়ায়, সেই আশা করা হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে ভারত আরও বেশি করে মানবিক হয়ে দাঁড়াক বলে আবেদন করা হয় কিভের তরফে।