আইসিস-এর মত নির্মমতায় পৌঁছে গেল রাশিয়ার (Russia) সেনা বাহিনী। ইউক্রেনীয় সেনাকে পাকড়াওয়ের পর তাঁর মুণ্ডচ্ছেদ করতে দেখা গেল রুশ বাহিনীকে। শুধু তাই নয়, ইউক্রেনীয় (Ukraine) সেনার শিরচ্ছেদের সেই ভিডিয়ো রেকর্ড করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। যা দেখে গোটা বিশ্ব কেঁপে উঠতে শুরু করেছে। রুশ সেনা 'জঙ্গিদের মত আচরণ করছে' বলে অভিযোগ উঠতে শুরু করে বিভিন্ন মহলে। যদিও ওই নক্ক্যারজনক ভিডিয়ো ভাইরাল হওয়ার পরও তা নিয়ে মস্কোর তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: Russia-Ukraine War: ফের রুশ ক্ষেপনাস্ত্রের হামলা, ইউক্রেন জুড়ে বাজছে বিপদ ঘণ্টি
Captured Ukrainian soldier beheaded by Russian soldier in video shared online
— BNO News Live (@BNODesk) April 11, 2023
ভিডিয়ো দেখে নিন্দার ঝড় উঠতে শুরু করে বিশ্ব জুড়ে...
Russians filmed a terrible video of brutal beheading of a captured Ukrainian soldier. This is yet another monstrous crime of russian army and a violation of all conventions and moral principles of humanity.
You have to realize that such thing should never happen in 21st century,… pic.twitter.com/JDGoGsfVlh
— Igor Lachenkov (@igorlachenkov) April 11, 2023
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হানাদারি চালায় রাশিয়া। সেই থেকে রাশিয়ার বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে পশ্চিমের একাধিক দেশ। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে একের পর এক দেশ রুশ বাহিনীর বিরুদ্ধে ধিক্কার জানাতে শুরু করে। শুধু তাই নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রক্ষিতে কার্যত দু ভাগ হয়ে যায় বিশ্ব। ইউক্রেনের বুচা, খরকিভ-সহ একাধিক শহরে পুতিন বাহিনী নৃশংসতা শুরু করেছে একাধিকবার অভিযোগ তোলা হয় জেলেনস্কির তরফে। যা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা বিশ্ব।