দিল্লি, ১৪ অগাস্ট: এবার রাশিয়ায় (Russia) অবস্থিত ভারতীয় দূতাবাসের (Indian Embassy) তরফে সতর্কতা জারি করা হল। রাশিয়ার ব্রায়ানস্ক, বেলগোরোড এবং কুরস্ক (Kursk ) অঞ্চলে থাকা ভারতীয়দের (Indian) প্রতি সতর্কতা জারি করা হয় দূতাবাসের তরফে। এই মুহূর্তে য়ানস্ক, বেলগোরোড এবং কুরস্কে যে ভারতীয়রা রয়েছেন, তাঁরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করুন কিংবা ওই সমস্ত অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যান বলে সতর্ক করা হয় ভারতীয় দূতাবাসের তরফে।
দেখুন ভারতীয় দূতাবাসের সতর্কতা...
The Embassy of India in Russia issues advisory for Indian nationals in Bryansk, Belgorod and Kursk regions.
"In view of the recent security incidents in Bryansk, Belgorod and Kursk regions, Indian nationals are advised to take necessary precautions and temporarily relocate… pic.twitter.com/W7I2ef87bz
— ANI (@ANI) August 14, 2024
আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ায় পালটা হামলা ইউক্রেনের, কুরস্কের বহু এলাকা দখলে নিয়ে দাবি জেলেনস্কির
প্রসঙ্গত রা যার জেরে রাশিয়ার যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেখানে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও রাশিয়ার পালটা দাবি, ইউক্রেনের ১২টি ড্রোন তারা কুরস্কে ধ্বংস করেছে। তবে যে দাবিই ক্রেমলিনের তরফে করা হোক না কেন, ইউক্রেনীয় সেনা যে পালটা হামলা শুরু করেছে, তা স্পষ্ট।