
মস্কো, ২৯ জুন: ইউক্রেনে ফের বড়সড় হামলা চালাল রাশিয়া। পুতিন বাহিনীর ছোড়া ক্ষেপনাস্ত্রের আঘাতে ইউক্রেনের ফের ১১ জনের প্রাণ গেল। যার মধ্যে এক কিশোর রয়েছে। জানা যাচ্ছে, রেস্তোরাঁয় বসে পিৎজা খাবার সময় আচমকাই রুশ ক্ষেনাস্ত্র আঘাত করে ওই কিশোরকে। ফলে পিৎজা খেতে গিয়েই মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার ইউক্রেনের ক্রামতোর্স্কে হামলা চালায় রাশিয়া। যার জেরে ক্রামতোর্স্কে ৪ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৬১ জন।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের ক্রামতোর্স্কে হামলা রুশ ক্ষেপনাস্ত্রের, বাড়ছে মৃত্যু, দেখুন ভিডিয়ো
ক্রামতোর্স্কে হামলার পর ফের রুশ ক্ষেপনাস্ত্রের আঘাতে আরও ১ ১জনের মৃত্যু হল ইউক্রেনে। ইউক্রেনে ফের নতুন করে পরপর হামলার জেরে যখন আতঙ্ক ছড়াতে শুরু করেছে, সেই সময় ক্রেমলিনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে রাশিয়া যে নতুন করে হামলার তীক্ষ্ণতা বাড়াচ্ছে, তা কার্যত স্পষ্ট পরপর কয়েক ঘণ্টার হামলার ঘটনার প্রেক্ষিতে।