দিল্লি, ২০ মার্চ: ইউক্রেনের (Ukraine) প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিরতি যাতে হয়, সে বিষয়েই জেলেনস্কির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ফের বিপুলভাবে জয়ী হন ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানোর পর এবার ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মোদী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে মানবিক সাহায্য করবে ভারত। এমনও আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি যুদ্ধ বন্ধ করে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, ভারতের প্রধানমন্ত্রীও সে বিষয়ে আবেদন জানান বলে খবর।
এসবের পাশাপাশি ভারত এবং ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয় বলে খবর। যুদ্ধের আবহে কীভাবে ইউক্রেনের পাশে থেকে সাহায্য করা যায়, সে বিষয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মোদীর বিষদে কথা হয় বলে খবর।