ইজরায়েলের (Israel) সঙ্গে হামাসের (Hamas) যুদ্ধের মাঝে এবার বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) আমন্ত্রণ পাঠালেন জো বাইডেন (Joe Biden)। নেতানিয়াহু যাতে একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে পাঠান, সে বিষয়ে আবেদন জানান জো বাইডেন। দক্ষিণ গাজার জনবহুল শহর রাফায় পরপর হামলা শুরু করেছে ইজরায়েল। রাফা শহরের কোথায় হামাস জঙ্গিরা লুকিয়ে, তার খোঁজেই বার বার হামলা শুরু করেছে আইডিএফ। রাফায় যাতে যুদ্ধ বিরতি হয়, তার জন্য মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন সৌদি আরব এবং ইজিপ্টে যাচ্ছেন। রাফা-সহ গাজায় যুদ্ধ বিরতির উদ্দেশ্যেই কি এবার নেতানিয়াহুকে ওয়াশিংটনে প্রতিনিধি দল পাঠানোর আবেদন করেন বাইডেন, সে বিষয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: Israel-Hamas War: ইজরায়েলে হামলার মূল মাথা হামাস নেতা ইশা নিহত, দাবি আমেরিকার
দেখুন ট্যুইট...
Israeli Prime Minister Benjamin Netanyahu has accepted President Biden’s invitation to send a senior delegation to Washington, national security adviser Jake Sullivan said.
Follow live updates here. https://t.co/ZFmmrTMJXq
— The Washington Post (@washingtonpost) March 19, 2024