Devastated Kharkiv in Ukraine (Photo Credit: Twitter)

কিভ, ৩ মার্চ:  যুদ্ধ বিরতি নিয়ে ইউক্রেনের (Ukraine) সঙ্গে আলোচনা শুরু হলেও, রাশিয়া এখনও হামলা বন্ধ করেনি। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এক নাগাড়ে বোমাবর্ষণ শুরু করেছে রুশ সেনা। বুধবার সারা রাত ধরে খারকিভে বোমাবর্ষণের জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ শিশুও (Child)  রয়েছে বলে রিপোর্টে প্রকাশ। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।

এদিকে রাশিয়া য়াতে ইউক্রেনে হামলা বন্ধ করে, তার জন্য এবার বার্লিন মোট্রো স্টেশনে প্রতিবাদে সামিল হন বহু মানুষ। রাশিয়া যাতে ইউক্রেনে হামলা বন্ধ করে, সেই দাবিতে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ শুরু করেন বহু মানুষ। দেখুন সেই ভিডিয়ো...

 

অন্যদিকে রাশিয়া (Russia) খারকিভে (Kharkiv) এক নাগাড়ে বোমাবর্ষণ শুরু করলেও, ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম শহরকে নিজেদের কবজায় নিতে পারেনি এখনও। ফলে খারকিভে ক্রমাগত হামলা চালাচ্ছে রুশ সেনা। ইউক্রেনের বন্দর শহর খেরসন দখল করেছে রুশ সেনা। তবে খারকিভ এখনও কবজা করতে পারেনি। ফলে খারকিভ জুড়ে বোমাবর্ষণ শুরু করেছে রুশ সেনা। যার জেরে ইউক্রেনের এই শহরে ভেঙে পড়তে শুরু করেছে একের পর এক বাড়িঘর এবং ঐতিহাসিক ভবন। যে ছবি প্রকাশ্যে উঠে আসতেই গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায়।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ভারতীয়দের ফেরাতে বায়ুসেনার আরও ৩টি চপার উড়ে যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে