রাশিয়া ইউক্রেনর যুদ্ধে মাঝেই বেশ কিছু দিন আগে আমেরিকা থেকে বিপুল পরিমান অর্থ সাহায্য এবং অস্ত্র পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিল ইউক্রেন। এবার ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহের কথা জানাল নেদারল্যান্ড ও ডেনমার্ক। দুই দেশের তরফে থেকে ১৪ টি লেপার্ড 24A ব্যাটল ট্যাঙ্ক পাঠানো হবে।
দুই দেশের তরফে যৌথভাবে ১৮১ মিলিয়ন ডলারের সাহায্যও প্রদান করা হবে ইউক্রেনকে বলে জানা গেছে।
ফেব্রুয়ারী ২০২৩ এর একটি ঘোষণার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডের সঙ্গে মিলে ইউক্রেনকে ১০০ টি 1A5 ট্যাঙ্ক সরবরাহ করবে।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের ১ বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কোন সমাধানে পৌছতে পারেনি দুই দেশ। অপরদিকে পশ্চিমা দেশের তরফে ইউক্রেনকে এই যুদ্ধকে চালিয়ে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে প্রচুর অস্ত্রশস্ত্র।
এর মধ্যেই বেলারুশে নিউক্লিয়ার লঞ্চ প্যাড তৈরির কথা জানিয়েছেন পুতিন। যার ঘোরতর বিরোধীতা করেছে আমেরিকা। যুদ্ধ এখন কোন দিকে মোড় নেয় সেই বিষয়টিই এখন দেখার।
Defence Ministers of #Denmark and the #Netherlands announced the donation of 14 Leopard 2A4 main battle tanks to #Ukraine.
Read: https://t.co/NUouiNEDd5 pic.twitter.com/KF8kVOBRrs
— IANS (@ians_india) April 21, 2023